বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজারে এলো হুন্দাই টুসন ফেসলিফ্ট গাড়ি। নতুন আপডেটে ডিজাইন ও স্টাইলিংয়ের দিক থেকে খুব সামান্যই কিছু পরিবর্তন করা হয়েছে গাড়িটিতে। নতুন ফ্রন্ট গ্রিল দেওয়া হয়েছে সিগনেচার প্যারামেট্রিক ডিজাইনের সঙ্গে। তার ফলে ফ্রন্ট গ্রিল আগের থেকে আরও শার্পার ও বোল্ডার হয়েছে। সেই সঙ্গে আবার দেওয়া হয়েছে রিভাইজড এলইডি ডিআরএল। ফ্রন্ট বাম্পার একটু পরিবর্তিত হয়েছে, দেওয়া হয়েছে একটি নতুন স্কিড প্লেট।
এক্সটিরিয়র
ডিজাইন ও স্টাইলিংয়ের দিক থেকে খুব সামান্যই কিছু পরিবর্তন করা হয়েছে গাড়িটিতে। নতুন ফ্রন্ট গ্রিল দেওয়া হয়েছে সিগনেচার প্যারামেট্রিক ডিজাইনের সঙ্গে। তার ফলে ফ্রন্ট গ্রিল আগের থেকে আরও শার্পার ও বোল্ডার হয়েছে। সেই সঙ্গে আবার দেওয়া হয়েছে রিভাইজড এলইডি ডিআরএল। ফ্রন্ট বাম্পার একটু পরিবর্তিত হয়েছে, দেওয়া হয়েছে একটি নতুন স্কিড প্লেট। যদিও গাড়িটির মারকিউ এখনও রিয়ার প্রোফাইল প্রকাশ্যে আনেনি। তবে বাম্পার রিভাইজ করা হয়েছে, সেই সঙ্গে আবার এলইডি টেইলল্যাম্পও দেওয়া হয়েছে।
ইন্টিরিয়র
গাড়িটির ড্যাশবোর্ড লেআউটে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। ১২.৩ ইঞ্চির স্ক্রিন দেওয়া হচ্ছে। ড্রাইভারের ডিসপ্লে এবং ইনফোটেইনমেন্ট সিস্টেম, দুই ক্ষেত্রেই রয়েছে একই সাইজের স্ক্রিন। নতুন থ্রি-স্পোক স্টিয়ারিং হুইল ও তার সঙ্গে স্টিয়ারিং কলামে গিয়ার লিভার পজিশন করা হয়েছে। ফলে গাড়িটির সেন্টার কনসোল আরও বেশি স্টোরেজ পেয়েছে। এছাড়া এয়ারকন এবং ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য ফিজিক্যাল কন্ট্রোল ফিচার করছে গাড়িটি। তবে হুন্দাই এখনও পর্যন্ত এই গাড়ির ফিচার্স লিস্ট প্রকাশ করেনি। তবে তা যে আগের মডেলের থেকে খুব একটা আলাদা হবে না, সেটুকু পরিষ্কার।
ইঞ্জিন ও স্পেসিফিকেশন
গাড়িটির ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কিত খুটিনাটি তথ্যগুলো এখনও পর্যন্ত জানায়নি হুন্দাই। মনে করা হচ্ছে, গাড়িটির পেট্রল, ডিজেল, মাইল্ড-হাইব্রিড এবং প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন ভার্সনেই হাজির হবে। সেক্ষেত্রে ২.০ লিটারের পেট্রল ও ডিজেল ইঞ্জিন মডেলটি একটি সিক্স-স্পিড এবং একটি এইট-স্পিড অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে পেয়ার করা থাকছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।