আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি বিশ্বাস করি না যে, ইহুদিবাদী হওয়ার জন্য আপনাকে ইহুদি হতে হবে। আমি নিজেও একজন ইহুদিবাদী। ইসরায়েল সফরকালে বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সঙ্গে সাক্ষাৎকালে বাইডেন এ কথা বলেন।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় একদিকে বোমাবর্ষণ চলছে। অন্যদিকে তেল আবিবের হোটেলরুমে জড়ো হওয়া রাজনীতিবিদ ও জেনারেলরা এসব কর্মকাণ্ডে সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। রুদ্ধদ্বার বৈঠক সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।
আইরিশ ক্যাথলিক বংশোদ্ভূত বাইডেন ইসরায়েলের প্রতি তার অনুরাগ প্রকাশে অতীতেও একই ধরনের শব্দ ব্যবহার করেছেন। বাইডেন মূলত ‘ইসরায়েলের বন্ধু’ হিসেবে পরিচিত। ইসরায়েলের সঙ্গে তার বন্ধন দীর্ঘদিনের। এই বন্ধনই ইসরায়েল-সম্পর্কিত নীতি ও চলমান সংঘাতে তিনি ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন।
মধ্যপ্রাচ্যের সাবেক আলোচক ও লেখক অ্যারন ডেভিড মিলার বলেন, ইসরায়েলের সঙ্গে বাইডেনের সম্পর্ক তার ‘রাজনৈতিক ডিএনএতে’ গভীরভাবে জড়িত। তিনি এটি পছন্দ করুন বা না করুন, তাকে পরিচালনা করতে হবে। তথ্যসূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।