মোবারকনামায় একটি ধর্ষণ মামলার বাদী আমি

শাহনাজ সুমি

বিনোদন ডেস্ক : হইচইয়ে ২১ ডিসেম্বর মুক্তি পাবে গোলাম সোহরাব দোদুলের ওয়েব সিরিজ ‘মোবারকনামা’। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন শাহনাজ সুমি, তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

শাহনাজ সুমি

‘মোবারকনামা’য় যুক্ত হলেন কিভাবে?
এখন পর্যন্ত যত ছবি বা সিরিজ করেছি প্রতিটিতেই অডিশন দিতে হয়েছে আমাকে। এখানে আমার সঙ্গে আরো অনেকেই অডিশন দিয়েছিলেন, শেষ পর্যন্ত আমাকেই চূড়ান্ত করা হয়েছে। ঢাকার বিভিন্ন লোকেশনে খুব গোপনে শুটিং হয়েছে, যে কারণে এত দিন কেউ জানতেও পারেনি সিরিজটির কথা।

এর মধ্যে ট্রেলার প্রকাশিত হয়েছে।

তাতে মনে হয়েছে গল্পে আপনার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। কেমন সাড়া পাচ্ছেন?
পাঁচ পর্বের সিরিজটিতে আমার নাম সুরাইয়া। গল্পে মোশাররফ করিম ভাই উকিল, তাঁর নাম মোবারক। একটি ধর্ষণ মামলা নিয়ে তিনি লড়েন, মামলাটির বাদী আমি।

একজন ভিকটিমের ওপর দিয়ে যে ঝড়টা যায় সেটা দেখানো হয়েছে পুরো গল্পে। এর মধ্যে ট্রেলার দেখে অনেকেই ফোন করেছেন, আমার অভিনয়ের কিছু অংশ দেখে প্রশংসাও করেছেন।

নিজের অভিনীত ছবি বা সিরিজের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কোনটি?
খুব কম কাজ করেছি আমি। ‘ইতি, তোমারই ঢাকা’, ‘পাপ পুণ্য’, ‘দামাল’, ‘বুকের মধ্যে আগুন’ আর এবার ‘মোবারকনামা’।

প্রতিটিই আমার কাছে প্রিয়। তবে ‘মোবারকনামা’ নিয়ে একটু বেশিই এক্সাইটেড আমি। এমনিতে অনেক কাজের প্রস্তাব পাই, সব করি না, করতে চাইও না। ভালো গল্প, ভালো নির্মাতার কাজ হলে করি।
অনেকেই আপনার মধ্যে অভিনেত্রী শাবনূরের কিছু সাদৃশ্য খুঁজে পান।

এ কথা নিশ্চয়ই আপনিও শুনেছেন?
ছোটবেলা থেকে আমি নৃত্যশিল্পী। কখনো অভিনয়ে আসব ভাবিনি। যখন নাচ শিখতাম তখন দেশ-বিদেশের অনেক তারকারই পারফরম দেখতাম। বিশেষ করে আমাদের দেশের অপি করিম আপু, শাবনূর আপু, মুম্বাইয়ের মাধুরী দীক্ষিত—এই তিনজন ছিলেন আমার পছন্দের শীর্ষে। নাচে শাবনূর আপুর অঙ্গভঙ্গি বিশেষ করে চোখের চাহনি বা হাসি খুব খেয়াল করতাম। হয়তো মনের অজান্তে বিষয়গুলো আমার মধ্যে চলে এসেছে। তবে আমি অনুকরণ করি না। অনেক সময় খেয়াল করবেন আমার অভিনয়ের মধ্যে অপি আপুরও ছাপ রয়েছে। এটা ন্যাচারালিই চলে আসে। কারণ আমি তো ছোটবেলা থেকেই তাঁদের অভিনয়, নাচ খুব মনোযোগ দিয়ে দেখতাম।

নতুন আর কী করছেন?
এখন একটা চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত আছি। তবে নাম, নির্মাতা, সহশিল্পী কারা—সেটা এখন বলা যাবে না। আমাকে শর্ত দেওয়া হয়েছিল, প্রডাকশন হাউস থেকে না জানানো পর্যন্ত কিছুই বলা যাবে না।

এবার বাংলাদেশে আসছে শাহরুখের ‘ডানকি’

নতুন আর কিছু করছেন?
অভিনয়টা পড়াশোনার পাশাপাশি করছি। সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী আমি। সামনে পরীক্ষা, তাই খুব বেশি কাজ করা সম্ভব হচ্ছে না। পড়াশোনা শেষ হলে তখন পুরোদমে কাজ করতে পারব। সূত্র : কালের কন্ঠ