সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয়ে শখের বসে জাল নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে ৩৫ কেজি ওজনের বিশালাকৃতির এক বাঘাইড় মাছ ধরেছে মুড়ি বিক্রেতা মো. ইব্রাহিম মোল্লা।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে শিবালয় উপজেলার দাশকান্দি এলাকায় যমুনা নদী থেকে মাছটি ধরা পড়ে।
মাছ শিকারী মো. ইব্রাহিম মোল্লা উপজেলার দাশকান্দি গ্রামের মো. আজো মোল্লার ছেলে। তিনি পেশায় একজন মুড়ি বিক্রেতা। শখের বসে জাল নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যান তিনি।
এদিকে, বিশালাকৃতির বাঘাইড় মাছ ধরার খবর পেয়ে নদী পাড়েই ভীড় জমান উৎসুক জনতা।
মো. ইব্রাহিম মোল্লা জানান, শখের বসে মাছ ধরতে জাল নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। অনেকক্ষণ চেষ্টার পর বিশাল বড় একটি বাঘাইড় মাছ ধরেছি। মাছটি পেয়ে আমি খুবই আনন্দিত। আগামীকাল মঙ্গলবার সকালে পাটুরিয়া ঘাট আড়ৎ-এ মাছটি বিক্রয় করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।