স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা প্রথমবার। অ্যাঞ্জেলো ম্যাথুজকে বাংলাদেশ দল ‘টাইম আউট’ করার পর সাবেক ক্রিকেটরা নড়েচড়ে বসেছেন। গৌতম গম্ভীর, উসমান খাজা, ডেল স্টেইনরা প্রশ্ন তুলেছেন ক্রিকেটীয় চেনতা নিয়ে। জানিয়েছেন, বাংলাদেশ দলের এমন আচরণ ভদ্রলোকের খেলা ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে।
তবে এসব নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ দলের অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছেন, ক্রিকেটীয় স্পিরিট নষ্ট হলে আইসিসি উচিৎ এই নিয়মকে তুলে দেয়া। সাকিব বলেন, ‘(স্পিরিট) এমনটা ভেবে থাকলে আইসিসির উচিৎ এই নিয়মটাই বদলে ফেলা।
এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়া বা অবসরের পর নতুন যে ব্যাটার আসবেন, তাকে অথবা অন্য ব্যাটারকে তিন মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে।
অন্যথায় যে ব্যাটার নামছেন, তাঁকে আউট হতে হবে। তবে এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সময়টা দুই মিনিট নির্ধারণ করা হয়েছে। ম্যাথুজ নিয়ম অতিক্রম করে আউট হন।
আউট হয়ে ম্যাথুজ সাকিবের কাছে গেছিলেন আবেদন ফিরিয়ে নেয়ার অনুরোধ নিয়ে।
তবে সিদ্ধান্ত থেকে টলেননি সাকিব। এ নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানান তিনি।
সাকিব বলেন, ‘আমরা একসাথে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছি। অ্যাঞ্জেলোকে আমি দীর্ঘদিন ধরে চিনি, সেই ২০০৬ সাল থেকে। হ্যাঁ (আউটটি) দুর্ভাগ্যজনক, তবে নিয়মতান্ত্রিক!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।