লাইফস্টাইল ডেস্ক : যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন, শুধু তাদের জন্যই নয়; বর্তমানে বাংলাদেশের চাকরিপ্রার্থীদের বাছাই করার জন্য এটি কার্যকরী ধাপ চাকরিদাতাদের। তাছাড়া আবার চাকরিতে উচ্চ পদে তাড়াতাড়ি উন্নতির জন্য, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রজেন্টেশন, ভাইভা, বিদেশি বিনিয়োগকারীদের সাথে কথা বলার জন্য সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলতে পারা জরুরি। তাই বাসায় বসে ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জনের জন্য কিছু কার্যকর কৌশল অনুসরণ করা যেতে পারে।
• দৈনন্দিন নির্দিষ্ট সময় ধরে অনুশীলন করুন
> প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে ২০-৩০ মিনিট ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন।
> আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের সঙ্গে কথা বলুন।
> আপনার প্রতিদিনকার কাজ বা পরিকল্পনাগুলোকে ইংরেজিতে বলার অভ্যাস করুন।
• ধৈর্য ও আত্মবিশ্বাস বাড়ান
আমাদের ইংরেজিতে কথা না বলার অন্যতম কারণ আমরা সব সময় ভাবি, আমি ইংরেজি বলার সময় ভুল করলে মানুষ কী বলবে। আরেকজন কী ভাববে তা চিন্তা করা যাবে না। শেখার প্রথম ধাপ হচ্ছে ভুল করা। ছোট বাচ্চারা কথা বলার সময় দেখবেন, প্রথমে মা উচ্চারণ করতেই অনেকদিন প্রয়োজন হয়। তার আগে তারা অনেক ভুল করতে করতে, চেষ্টা না থামিয়ে একদিন ঠিকই বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে পারে। তাই হাল ছাড়া যাবে না। চেষ্টা করতে থাকুন, একদিন সফল হবেন।
> আবার অনেকে কয়েকদিন প্র্যাকটিস করার পর হাল ছেড়ে দেন। ভাবেন, আমাকে দিয়ে কিছু হবে না। তাছাড়া আমরা সব সময় শটকার্ট সফলতা পাওয়ার চেষ্টা করি। কিন্তু মনে রাখতে হবে, ইংরেজি একটি ভাষা, যা কয়েকদিনের মধ্যে আয়ত্ত করা সম্ভব নয়। এ জন্য অল্পতেই হাল ছেড়ে না দিয়ে চেষ্টা করে যান, সফলতা আসবেই।
> আত্মবিশ্বাসের সঙ্গে সব সময় কথা বলার অভ্যাস গড়ে তুলুন। আপনার বিশ্বাস না থাকলে জানা জিনিসগুলোও ভুল করবেন, এটাই স্বাভাবিক। তাই নিজের ওপর বিশ্বাস করুন। হাসিমুখে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন।
• আয়নার সামনে দাঁড়িয়ে বলুন বা স্পিকিং পার্টনার খুঁজুন
> পরিবারের সদস্য বিশেষ করে ছোট বাচ্চাদের সাথে, বন্ধু বা অনলাইনে কারো সাথে ইংরেজিতে কথা বলার পার্টনার খুঁজে নিতে পারেন।
> বিভিন্ন স্পোকেন ইংলিশ প্ল্যাটফর্ম বা ইউটিউব থেকে ব্যবহার করতে পারেন।
• শুনুন এবং অনুকরণ করুন
> প্রথম অবস্থায় সাবটাইটেল দিয়ে ইংরেজি সিনেমা, টিভি শো, পডকাস্ট এবং ইউটিউব ভিডিও দেখে সঠিক উচ্চারণ ও বাক্য গঠনের ধরন শেখার চেষ্টা করুন।
> ফরেনারদের উচ্চারণ বুঝতে TED Talks বা 6 minutes BBC Learning English শুনতে পারেন।
• নিজেকে রেকর্ড করুন> নিজের কথা রেকর্ড করে শুনুন এবং ভুল বিশ্লেষণ করে পরেরবার উন্নতি করার চেষ্টা করুন। যদিও নিজের ভয়েস শুনতে ভালো না-ও লাগতে পারে। মনে হতে পারে, আপনার গলার স্বর বাজে। কিন্তু অন্যদের কাছে তা শ্রুতিমধুর। তাই নিজের ভয়েস রেকর্ড করে শুনুন আর কিভাবে আপনার বলার বাক্যগুলোকে আরও সুন্দর ভাবে ভুল শুধরে বলা যায়, তা চেষ্টা করুন।
বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কোরে নিয়োগ বিজ্ঞপ্তি, ২৮ বছরেও আবেদন
• ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করুন> প্রতিদিন প্রায় ৫টি নতুন শব্দ শিখুন এবং তা ব্যবহার করার চেষ্টা করুন। অসংখ্য শব্দ একদিনে শিখতে যাবেন না। তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
> ইংরেজি পত্রিকা, গল্পের বই এবং আর্টিকেল পড়ার মাধ্যমে শব্দভান্ডার বাড়াতে পারেন।
> আপনি যদি প্রতিনিয়ত উল্লেখিত কৌশলগুলো অবলম্বন করেন। তাহলে অল্প সময়ের মধ্যেই ইংরেজিতে কথা বলতে পারবেন।
লেখক: সাঈম হাসান খান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।