স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি বিশ্বকাপ। বড় দুটি টুর্নামেন্টের ঠিক আগে হঠাৎ করে ৩ আগস্ট ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
এশিয়া কাপ এবং বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নেতৃত্বশূন্য হয়ে যাওয়া দলের অধিনায়ক নির্বাচন করতে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
দীর্ঘদিন ধরে টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া সাকিবকে এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি।
এ ব্যাপারে শুক্রবার গুলশানে নিজের বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সামনে এখন এশিয়া কাপ, এর পরই বিশ্বকাপ। এত কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে, সবচেয়ে সহজ ও অবধারিত পছন্দ সাকিব আল হাসান।
তবে ইনজুরি বা অন্য কোনো কারণে সাকিব যদি এশিয়া কাপ বা বিশ্বকাপে খেলতে না পারেন, তা হলে দলকে কে নেতৃত্ব দেবেন?
এ ব্যাপারে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আরেকটা অটো চয়েজ আছে। সেটা হলো— সাকিব না খেললে সহ-অধিনায়ক যে (লিটন কুমার দাস) আছে, সে হবে অধিনায়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।