বাবা-মা সন্তানের আকিকা না করলে অন্য কেউ করতে পারবে কি না

akika

প্রশ্ন : পুত্র সন্তানের আকিকা বাবা-মা ব্যতিত সন্তানের বাবার কুলের/মায়ের কুলের যে কোন আত্মীয় স্বজন আদায় করলে হবে কি?

akika

উত্তর : হবে। বাবার পক্ষ থেকে অন্য যে কোনো ব্যক্তি আকিকা আদায় করতে পারে। মূলত আকিকা সন্তানের পিতার পক্ষ থেকেই শুকরিয়া স্বরূপ। তার হয়ে অন্য কেউ দিলেও সুন্নাত আদায় হবে।

বৈঠক বা মজলিসে বসার ৪ আদব

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।