আন্তর্জাতিক ডেস্ক : জনসংখ্যা বৃদ্ধির জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে চীন সরকার। কোনো দম্পতি কোনো সন্তান জন্ম দিলে ৩ হাজার ৬০০ ইউয়ান পাবে (৫০০ ডলার বা ৬১ হাজার টাকা)। এ ছাড়া যেসব দম্পতির ৩ বছরের কমবয়সী সন্তান রয়েছে, তাদের প্রতিটি সন্তানের জন্য আলাদা করে এই পরিমাণ অর্থ দেবে চীন সরকার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সম্প্রতি জাতীয় এই ভর্তুকি ঘোষণা করেছে চীন সরকার। মূলত জনসংখ্যা বাড়াতেই তারা এই উদ্যোগ নিয়েছে বলে জানা যায়।
চীনে একসময় এক সন্তান নীতি নেওয়া হয়েছিল। কিন্তু জনসংখ্যা কমতে থাকায় প্রায় এক দশক আগে সেই নীতি থেকে সরে আসে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। কিন্তু জনসংখ্যা কমা আটকানো যায়নি। এরপর থেকে একের পর এক উদ্যোগ নিয়েই চলেছে সরকার।
এর মধ্যেই চীনকে টপকে জনসংখ্যায় শীর্ষে পৌঁছে গেছে ভারত।
এবার নতুন এই উদ্যোগ নিল চীন সরকার। সন্তান থাকলেই মিলছে বিশেষ ভাতা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, এই ভাতার কারণে ২ কোটি পরিবার সন্তান লালনপালনের খরচ পাবে।
সোমবার নতুন এই ভাতা ব্যবস্থা চালু করে চীন সরকার। এর আওতায় এক শিশুর জন্য প্রতি বছর ৩ হাজার ৬০০ ইউয়ান ডলার পাবে একটি পরিবার। তিন বছর এই ভাতা দেওয়া হবে। এর ফলে এক শিশুর জন্য মোট ১০ হাজার ৮০০ ইউয়ান পাবে সেই পরিবার (প্রায় ২ লাখ টাকা)। এই বছরের শুরু থেকেই এই ভাতার সুবিধা মিলবে।
এ ছাড়া ২০২২ ও ২০২৪ সালে সন্তান জন্ম দেওয়া পরিবারও একটি বিশেষ ভর্তুকি পাবে। এ ছাড়া চীনের আঞ্চলিক প্রশাসন বিভিন্ন ভাতার ব্যবস্থা রেখেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।