সুয়েব রানা, সিলেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়। বুধবার (২৬ মার্চ) জৈন্তাপুর উপজেলার ইরাদেবী বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
এতে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন—সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুুদ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, এনায়েত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক যগ্ম সম্পাদক মাসুক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আমিনুল ইসলাম সুহেল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবি এম জাকারিয়া, কৃষক দলের সদস্য সচিব আল মামুন, বিএনপির নির্বাহী সদস্য দুলাল আহমদ, যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, যুবদল নেতা ইয়াজুল, সেলিম, রাসেল, দুলাল, রুবেল, সাহেদ, মুক্তাদির আল সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, ছাত্র দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব এম শাহীন আলম, জাহাঙ্গীর আলম, উপজেলা জাসাসের সভাপতি মামুন মিয়া, সাধারণ সম্পাদক সাজিদ আহমদ তারেক সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট, ২নং জৈন্তাপুর ও ৩নং চারিকাটা ইউনিয়ন বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের জন্য দোয়া করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই মাহফিলের মাধ্যমে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।