জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় ইফতার সামগ্রীতে কাপড়ের রং ব্যবহার করায় একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে মালাই সুইটস অ্যান্ড বেকারিকে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইফতার সামগ্রীতে কাপড়ের রং ব্যবহার করে ভোক্তাদের কাছে পরিবেশন করছিলো মালাই সুইটস অ্যান্ড বেকারি। যা ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় রঙ মিশ্রিত ১০ কেজি খাদ্য ও পাঁচটি রঙের কৌটা জব্দ করে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুনতাসির মাহমুদ, সদর স্যানিটারি ইন্সপেক্টর এ কে আজাদ, কুমিল্লা সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দীন ভূঁইয়া, নিরাপদ খাদ্য অফিসের নমুনা সংগ্রহ সহকারী নাজমুস সাকিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।