ইলিশের জালে ধরা পড়ল ১৭ কেজি ওজনের বিশাল বড় পাঙাশ

pangas

জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ইলিশের জালে ধরা পড়া ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে হাতিয়ার তমরদ্দি ঘাটে মাছটি নিলামে বিক্রি করা হয়।

pangas

জানা যায়, মো. করিম নামের হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের এক মাঝি হাতিয়ার মেঘনা নদীতে ইলিশের জাল ফেলেছিলেন। জালে ইলিশের পাশাপাশি বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়ে। শনিবার বিকেলে উপজেলার তমরদ্দি ঘাটের আলাউদ্দিন বাবরের আড়তে নিয়ে এলে মাছটি ১৪ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় আলাউদ্দিন আড়তের ম্যানেজার মো. মেহেরাজ বলেন, নদীতে তেমন ইলিশ নেই। নিষেধাজ্ঞা শুরু হয়ে যাচ্ছে। তাই করিম মাঝি বোট নিয়ে বাড়ি ফিরেছেন। ইলিশের সঙ্গে তিনি ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ নিয়ে আসেন। নিলামে ১৪ হাজার টাকায় বিক্রি হয়।

ফ্যাসিবাদ রাজপথে পরাজিত হয়ে এখন অনলাইনে : তথ্য উপদেষ্টা

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হোসেন বলেন, মৎস্য সংরক্ষণে সরকারের দেওয়া বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদী ও সাগরে বড় আকৃতির মাছের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ১৩ অক্টোবর থেকে আগামী ২২ দিন মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা মানলে আমরা আশা করছি জেলেরা বড় আকৃতির মাছ আরও বেশি বেশি পাবেন।