জুমবাংলা ডেস্ক: প্রথম বাংলাদেশী হিসেবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ করপোরেট ফুটবল-ফিফকো এর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজিএমইএ-এর পরিচালক ইমরানুর রহমান।
সম্প্রতি ফিফকো এর ভাইস প্রেসিডেন্ট, স্ট্রেটেজিক ডেভলপম্যান্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তিনি। কর্পোরেট ফুটবলের সবথেকে সফল ফুটবলার তিনি। তাছাড়া ২০০ ম্যাচে ৩৮০ টি গোলের কারিগর ও বাংলাদেশের সবচেয়ে সফল ফুটবল দল ‘বানদো’ এর অধিনায়কও তিনি। খেলোয়াড় ইমরানুর রহমান কর্পোরেট ফুটবলের একজন সফল সংগঠক ।
ফুটবলের এই সফল সংগঠক একাধারে লায়লা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বিজিএমইএ এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, দা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কর্পোরেট ফুটবল (ফিফকো) হল সারা বিশ্বের কর্পোরেট ফুটবলের পরিচালনা পর্ষদ, যার সদর দপ্তর কানাডার মন্ট্রিয়ালে অবস্থিত। সারা বিশ্বের ৬৫ টি দেশের ১৫০০০০ কোম্পানির ২.৫ মিলিয়ন খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত ওয়ার্ল্ড কর্পোরেট ফুটবলের একমাত্র সংগঠন হল ফিফকো যারা ওয়ার্ল্ড কর্পোরেট চ্যাম্পিয়নন্স কাপের অফিসিয়াল অর্গানাইজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।