আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাচ্যুত হওয়ার জন্য ইমরান খান বরাবরই বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করে আসছেন। তিনি সরাসরি তার সরকারকে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিল বলেও অভিযোগ করেছেন। দেখিয়েছেন হুমকির প্রমাণ স্বরূপ এক গোপন চিঠি। তবে সেই চিঠিতে কী লেখা আছে, আজ পর্যন্ত তা প্রকাশ্যে আনেননি ইমরান বা তার দল তেহরিকই-ই-ইনসাফ পিটিআই।
তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল বাবর ইফতিখারের বক্তব্যে আরও বিপাকে পড়েছেন ইমরান। বাবর বলেছেন, গত মাসে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে ‘ষড়যন্ত্র’ শব্দটি ছিল না।
তার এই বক্তব্যের সাথে পুরোপুরি একাত্মতা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রিন্সের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল, ‘পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, তাদের কাছে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হুমকি বা ষড়যন্ত্রের কোনও প্রমাণ ছিল না। এই বিষয়ে আপনার মন্তব্য কী?’
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রিন্স বলেন, ‘আমরা এই বক্তব্যের সাথে একমত।’ এসময় তিনি আরও জানিয়েছেন, ইমরানে এমন অভিযোগের কোনও ভিত্তিই নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।