জুমবাংলা ডেস্ক : মাত্র ১০৫ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে মো. আবদুল্লাহ আল ফাহিম। তার বয়স ৮ বছর ৪ মাস। বিস্ময় বালক ফাহিম কক্সবাজারের ঝিলংজার হেদায়েতুন নূর হিফজুল কোরআন সেন্টারের ছাত্র। ফাহিমের বাবা সেলিম উল্লাহ জাহাঙ্গীর উখিয়ার দুছড়ির একটি মসজিদের ইমাম। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় ফাহিম।

ফাহিমের ওস্তাদ হাফেজ মো. শোয়াইবুল ইসলাম সোহেল জানিয়েছেন, মাত্র সাড়ে তিন মাসে ৩০ পারা হেফজ করে প্রতিভার স্বাক্ষর রেখেছে ফাহিম।
তিনি আরও বলেন, ফাহিমের কাছ থেকে এক দিনে আড়াই পারা পর্যন্ত সবক নিয়েছি (কোরআন মুখস্থ শুনেছি)। সে খুবই মেধাবী। বড় হয়ে সে ইসলামিক স্কলার হতে চায়। তার জন্য সবার কাছে দোয়া চাই।
পবিত্র কোরআন বিশ্বজগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছ থেকে আসা সর্বশেষ প্রত্যাদেশ। যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ফেরেশেতা হজরত জিবরাইল (আ.)-এর মাধ্যমে নাজিল হয়েছিল, তিনি নবী কারিম (সা.) কে কোরআন মাজিদ মুখস্থ করাতেন এবং প্রতি বছর রোজার মাসে রমজানে এটি শুনিয়ে হেফজকে দৃঢ় করতেন। পবিত্র কোরআন মুখস্থ করা আল্লাহর বাণী সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। এর চেয়ে আরও কম সময়ে এবং বয়সে কোরআন মাজিদ মুখস্থ করার নজির যেমন রয়েছে, তেমনি বৃদ্ধ বয়সে এমনকি বহু অন্ধজনেরও কোরআন মুখস্থ করার রেকর্ড রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



