আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিখ্যাত ক্রিকেটার ইমরান খান ২২ গজ থেকে যে সুনাম অর্জন করেছিলেন তার থেকেও বেশি বিতর্ক ছিল তার ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি প্রায়শই বলিউড অভিনেত্রীদের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন। এমনই একটি সময় ইমরান খান ও রেখার প্রেম কাহিনী বলিউডের হট টপিক ছিল। তাদের বিয়ে প্রায় ঠিকও হয়ে গিয়েছিল বলে জানা যায়।
ইমরান খান ও রেখার চর্চিত সম্পর্কের প্রমাণ মিলেছে বহুবার। একদিন একটি পুরনো সংবাদপত্রের খবর নতুন করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই সূত্র থেকেই জানা গিয়েছিল, রেখা ও ইমরান খানের সম্পর্ক প্রায় বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছেছিল।
১৯৮৫ সালের স্টার সংবাদপত্রের একটি কপি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পাক সাংবাদিক মাহের সোনম আর সেখান থেকেই ইমরান ও রেখার ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানা যায়। মুম্বাইয়ে এসে নাকি টানা একমাস রেখার সঙ্গে কাটিয়েছিলেন ইমরান খান। এছাড়া তাদেরকে একসঙ্গে বহু জায়গাতেই ঘুরতে দেখেছেন অনেকেই।
আসলে, ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্যই এদেশে প্রায় আনাগোনা ছিল ইমরানের। সেই কারণেই তার বলিউডের অনেক সুন্দরীদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তবে এই বিষয় নিয়ে ইমরান খান কখনোই মুখ খোলেননি। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর ইমরানকে বলিউড সুন্দরীদের সাথে সম্পর্কের বিষয় নিয়ে বলতে শোনা গেছে।
ইমরানের কথায়, বলিউডের অভিনেত্রীদের সঙ্গে মাত্র কিছুদিনের জন্য সম্পর্কে যেতেন এবং সুযোগ বুঝে কেটে পড়তেন। অর্থাৎ কিছুদিন পরই সেই সম্পর্কের কথা তিনি মাথা থেকেই ঝেড়ে ফেলতেন। এমনটাই নাকি তার স্বভাব ছিল। এই কারণে কোন বলিউড অভিনেত্রীকে বিয়ে করার কোন প্রশ্নই ছিল না। সেদিক দিয়ে রেখাও ব্যতিক্রম নন।
অন্যদিকে বলিউড অভিনেত্রী রেখাও তার জীবনে একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন। একটা সময় ছিল, অমিতাভ বচ্চনের সাথে তার সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এছাড়াও অক্ষয় কুমার থেকে শুরু করে সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু কোনটাই টেকেনি। যদিও এখনো পর্যন্ত কোনো সংসারই নিজের হয়নি রেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।