স্পোর্টস ডেস্ক : ভারতের বিশ্বকাপ স্কোয়াড প্রস্তুত ছিল আগেই। অপেক্ষা ছিল শুধু শেষ সময়ের যাচাই-বাছাইয়ের। সেটিও হয়ে গেল পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে। এই ম্যাচের পরপরই বিশ্বকাপের ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড প্রস্তুত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে দেওয়া তথ্যমতে, বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার দল নিয়ে চূড়ান্ত আলোচনা করতে শনিবার শ্রীলঙ্কা গিয়েছিলেন। সেখানে রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করা হয়েছে বিশ্বকাপের স্কোয়াড।
ধারণা করা হচ্ছে, আজ (রোববার) আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করবে ভারত।
ইন্ডিয়ান একপ্রেসের বরাত দিয়ে জানা যায়, ভারতের ব্যাটিং লাইন আপ সাজানো হয়েছে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান ও সুরিয়াকুমার যাদবকে নিয়ে।
পাশাপাশি অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে জায়গা হয়েছে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুরের। আর বোলিং ডিপার্টমেন্টে রয়েছেন জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ আর কুলদীপ যাদব।
এদিকে আলোচনায় থাকা সাঞ্জু স্যামসনের জায়গা হয়নি বিশ্বকাপের দলে। তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। আর তিলক ভার্মা আর প্রসিধ কৃষ্ণাকে রাখা হয়নি ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডে।
ডিপজল ভাই শুধু আমাকে নয়, মিশা ভাইকেও গরু উপহার দিয়েছেন: শিরিন শিলা
ভারতের বিশ্বকাপ স্কোয়াড (সম্ভাব্য) : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, সুরিয়াকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।