ভারতকে বিধ্বস্থ করে সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে বিধ্বস্থ করে সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক : অবশেষে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরার লড়াইয়ে নেমে ভারতকে ৩-০ গোলে বিধ্বস্ত করে সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ভারতকে বিধ্বস্থ করে সেমিফাইনালে

ম্যাচের শুরু থেকেই ভারতকে চাপে রাখে বাংলার মেয়েরা। এর আগে কখনও ভারতকে না হারানো বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল এই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। কেন না, গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমি-ফাইনালে পাওয়া যাবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ নেপালকে।

সেই লক্ষ্যে নেমে প্রথমার্ধেই এগিয়ে যায় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সাবিনা-সানজিদারা। তার সুফল আসে ১২ মিনিটের মাথায়। স্বপ্নার দুর্দান্ত গোলে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি খুব বেশি।

মাত্র ১০ মিনিটের ব্যবধানে ২২ মিনিটের মাথায় শ্রীমতি সরকারের গোলে ব্যবধান বাড়ে ২-০ গোলে।

দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। একের পর এক আক্রমণে দিশেহারা ভারত তৃতীয় গোল হজম করে ৫২ মিনিটের মাথায়। দ্বিতীয় গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন স্বপ্না।

বলিউড সব সময় ভার্জিন নায়িকা চায় : মহিমা চৌধুরী

বাকি সময়ে আর কোনও গোল না হওয়া ৩-০ গোলে ভারতকে প্রথমবার হারিয়ে নারী সাফ ফুটবলের সেমি-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।