স্পোর্টস ডেস্ক : নারী ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের মেয়েরা। ফাইনাল খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে দক্ষিণ দিনাজপুর ওয়েস্টবেঙ্গল ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশের সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব রংপুর চ্যাম্পিয়ন হয়।
শনিবার (১৩ মার্চ) বিকালে ভারতের কোচবিহারের দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প নকআউট ফুটবল টুর্নামেন্টে এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ক্লাবটি।
চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কোচ মিলন খান।
খেলায় প্রথমে ১১ মিনিটে গোল করে ভারতের দক্ষিণ দিনাজপুর ওয়েস্টবেঙ্গল এগিয়ে যায়, ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। খেলার ৫৮ মিনিটে রেখার ১ মাত্র গোলে ম্যাচে ফিরে বাংলাদেশ। পরে আর গোল না হওয়ায় ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে খেলা গড়ায়। টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রথমবার অংশ নেওয়া সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব রংপুর বাংলাদেশ।
ফাইনালে সেরা ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় বাংলাশের গোলকিপার শাম্মি, সেরা ডিফেন্ডার বাংলাদেশ দলের রেখা আক্তার, সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশ দলের সুলতানা আক্তার।
এর আগে বাংলাদেশের রংপুরের সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের মেয়েরা ভুটানের গোমটু ফুটবল ক্লাবের বিপক্ষে ৩-০ গোলে জিতে এবং ভারতের কলকাতাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে।
দলের অধিনায়ক সুলতানা জানিয়েছেন, ‘আমরা রংপুরের হয়ে খেললেও সবাই আমাদেরকে বাংলাদেশের মেয়ে হিসেবেই এখানে সমর্থন দিয়েছে ও সাহস যুগিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এই চ্যাম্পিয়ন ট্রফি শুধু রংপুরের নয় গোটা বাংলাদেশের।
ক্লাবটির হেড কোচ শামীম খান মিসকিন বলেন, আমাদের যোগ্যতা অনুযায়ী আত্মবিশ্বাস ছিলো আমরা জয়ী হবো। আমাদের মেয়েরা সেই যোগ্যতা অনুযায়ী মেয়েরা সর্বোচ্চ চেষ্টা করেছে, ফলাফলও পেয়েছি। এটা আমাদের রংপুর না পুরো দেশের গৌরব।
গোয়াতে গিয়ে দুই বান্ধবীর রোমান্স, সাহসিকতার সীমা অতিক্রম করলো এই ওয়েব সিরিজ
এ টুর্নামেন্টে মোট আটটি ক্লাব অংশ নেন। এর মধ্যে বাংলাদেশ ও ভুটানের ১ টি করে ক্লাব এবং বাকী ৬ টি ক্লাব ভারতের। উল্লেখ্য রংপুরের সদ্যপুষ্কুরিনীর মেয়েরা ইতোমধ্যেই নারী ফুটবলারদের গ্রাম বলে পরিচিতি পেয়েছে। এ গ্রামের বহু নারী ফুটবলার বাংলাদেশ নারী জাতীয় দলের পাশাপাশি জায়গা করে নিয়েছেন অন্যান্য বয়সভিত্তিক দল ও ক্লাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।