স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মাকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। সাম্প্রতিক বেশ কিছু সিরিজে বিশ্রামে ছিলেন তিনি।
সোমবার ১৫ জনের যে দল বেছে নিয়েছেন নির্বাচকরা, তাতে চমকও রয়েছে। নেয়া হয়েছে অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোইয়ের মতো তরুণ ক্রিকেটারকে। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনও সুযোগ পেয়েছেন।
চোটের কারণে দল থেকে ছিটকে গেছে অভিজ্ঞ পেসার যশপ্রীত বুমরাহ।
রোহিতের সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। ঋষভ পন্ত আর দীনেশ কার্তিক যে কেউ সামলাবেন উইকেট রক্ষকের দায়িত্ব। টপ অর্ডারে সূর্যকুমার যাদব, দীপক হুদারা থাকছেন যথারীতি। ফিনিশিংয়ে আছে রবীন্দ্র জাদেজা।
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্র অশ্বিন, যুবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, ভুবেনশ্বর কুমার, আভেশ খান। এছাড়াও রিজার্ভ বেঞ্চিতে আছেন, শ্রেয়াস আইয়ার, আক্সার প্যাটেল, দীপক চাহার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।