জুমবাংলা ডেস্ক : অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে মিজানুর রহমান (২৯) নামের বাংলাদেশি এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা দশটায় হিলি সীমান্তের ২৮৫/১৪-১৫ এস পিলালের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
হিলি সিপি বিজিবি ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবক শনিবার সকাল ৯ টা ৫০ মিনিটের সময় ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, এ সময় কর্তব্যরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
আটক মিজান দিনাজপুর জেলার বিরল উপজেলার পশ্চিম বন গাও গ্রামের ইসরাইল আলী ছেলে।
জিজ্ঞাসাবাদে মিজান জানায়, চলতি বছরের ১৯ শে মার্চ বিরল সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে চিকিৎসার জন্য তিনি ভারতে প্রবেশ করেন। চিকিৎসা শেষে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রবেশ করছিলেন তিনি।
তার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ ও ভারতীয় সিম কার্ড উদ্ধার করা হয় বলেও জানায় বিজিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।