স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার দেয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে তিন ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারায় ভারত। সেখান থেকে দলকে চালকের আসনে বসান ইশান কিষান এবং সূর্যকুমার যাদব। কিষান এবং সূর্য ফেরার পর দুর্দান্ত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করেন রিংকু। এই জয়ে বিশ্বকাপ ফাইনাল হারের চার দিনের মাথায় খানিকটা প্রতিশোধ নিয়ে নিল ভারত।
ভিশাখাপাটনামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করে ভারতকে ২০৯ রানের লক্ষ্য দেয় অজিরা। শুরুতে বিপর্যয়ে পড়লেও সূর্যকুমার এবং ইশানের ব্যাটে শেষ বলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
রান তাড়ায় প্রথম ওভারে রান আউট হয়ে ফেরেন রুতুরাজ গায়কোয়াড়। দারুণ শুরু পেয়েও যশস্বী জয়সওয়াল ফেরেন স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে। ১৪ বলে ২২ রান করে ম্যাথু শর্টের বলে আউট হয়েছেন তিনি।
তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় ভারত। এই উইকেটে ১১২ রানের জুটি গড়ে ভারতকে চালকের আসনে বসান সূর্য এবং ইশান। ৫ ছক্কা ও ২ চারে ৫৮ রান করে ইশান ফিরলে ভাঙে সেই জুটি।
ইশান ফিরলেও সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্য। ৯ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৮০ রান করে তিনি যখন ফিরলেন, তখন দলের প্রয়োজন মাত্র ১৫ রান। এই ১৫ রান নিতেই অবশ্য আরও ৩ উইকেট হারিয়েছে ভারত। তবে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রিংকু সিং।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা সাদামাটা হয়েছিল অস্ট্রেলিয়ার। পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৪০ রান করে অজিরা। এরপরই শুরু হয় জশ ইংলিসের ঝড়। তাকে সঙ্গ দিয়েছেন স্টিভেন স্মিথ। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং করেন। অন্যদিকে, ভারতীয় বোলারদের তুলোধুনো করেন ইংলিস।
ইংলিস-স্মিথের দুর্দান্ত জুটি ভাঙে রানআউটে। ১৩০ রানের জুটি গড়ার পথে টি-টোয়েন্টিতে নিজের পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন স্মিথ। ৪১ বলে ৫২ রান করে আউট হন তিনি। জুটি ভেঙে গেলেও অনবদ্য এক সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি ইংলিস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার প্রথম সেঞ্চুরি। মজার ব্যাপার হলো, এই ফরম্যাটে ফিফটির আগেই সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। চার ছক্কার ফুলঝুরিতে সাজানো ইনিংস থামে প্রসিধ কৃষ্ণার বলে আউট হয়ে ফিরলে। ১১ চার ও ৮ ছক্কায় ৫০ বলে ১১০ রান করেছেন ইংলিস।
শেষদিকে টিম ডেভিডও ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলেছেন। তাতে ২০৮ রানের বড় সংগ্রহ পেয়ে যায় অস্ট্রেলিয়া। ১৩ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন ডেভিড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।