আন্তর্জাতিক ডেস্ক : ভারত থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজের কার্গো হোল্ডে (মালামাল রাখার জায়গা) একটি সাপের সন্ধান পাওয়া গেছে। শনিবার (১০ ডিসেম্বর) বিমানটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাপটি পাওয়া গেলে রীতিমতো তোলপাড় শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিমানের কার্গো হোল্ডার থেকে সাপ উদ্ধারের ঘটনা জানাজানি হতেই যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে ততক্ষণে বিমানটি দুবাই বিমানবন্দরে অবতরণ করেছে এবং অর্ধেকেরও বেশি যাত্রী নেমে গেছেন। তবে কীভাবে সাপটি বিমানে ঢুকল তা জানা যায়নি। এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
জানা গেছে, শনিবার কেরালা থেকে দুবাই পৌঁছায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বি-৭৩৭৮০০ ফ্লাইটটি। যাত্রীরা বিমান থেকে নামার সময় কার্গো হোল্ড থেকে মালাপত্র বের করতে গিয়েই পাওয়া যায় সাপটি।
বিমানের কর্মীরা সাপটি দেখতে পেয়ে বিষয়টি সঙ্গে সঙ্গে বিমানবন্দর ফায়ার সার্ভিসকে জানান। ডিজিসিএ জানিয়েছে, কীভাবে এবং কোন পর্যায়ে এই ‘অবহেলা’ ঘটেছে তা যাচাই করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা দ্রুত নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।