আবির হোসেন সজল : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীর ধরলা নদীর গুড়িয়াটারী এলাকা থেকে ভেসে আসা ভারতীয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে স্থানীয়রা মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দিলে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর জেলা পুলিশের সহায়তায় জেলার বিভিন্ন থানায় শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হয়। কিন্তু কোনো সাফল্য না পাওয়ায় বিজিবির মাধ্যমে ভারতের আশপাশের থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানা জানায়, নিখোঁজ শিশুটি তাদের থানার অন্তর্ভুক্ত। ছবি ও ভিডিও দেখে তারা শিশুটিকে সনাক্ত করে।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধার হওয়া শিশুটির নাম শঙ্খদীপ ঘোষ (৮)। ভারতের জলপাইগুড়ি জেলার বিশ্বদীপ ঘোষের ছেলে। সোমবার নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে ময়নাগুড়ি থানায় সাধারণ ডায়েরি করেন।
পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার রায় বলেন, দুপুর ২টা ১৫ মিনিটে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করি। পাটগ্রামের আশপাশে কোনো শিশুর নিখোঁজের খবর না পাওয়ায় বিজিবির মাধ্যমে বিএসএফের সহযোগিতায় ভারতের আশপাশের থানাগুলোতে যোগাযোগ করি। পরে ময়নাগুড়ি থানা জানায় যে শিশুটি তাদের। এরপর বিকেল ৪টায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।”
এ বিষয়ে লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, থানার মাধ্যমে শিশুটির বাবাকে ছবি দেখালে তিনি সনাক্ত করেন এটি তার সন্তান। পরে বিজিবি ও বিএসএফের মাধ্যমে পতাকা বৈঠক করে মরদেহ হস্তান্তর করা হয়।