Advertisement
জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে রঞ্জিত কুমার (৫৬) নামের ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজবি। শুক্রবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা বাঘাডাঙ্গা থেকে তাকে আটক করা হয়।
আটক রঞ্জিত কুমার ভারতের উত্তর প্রদেশের রামপুরমথুরা বাসুরা গ্রামের প্রফুল্লাহ কুমারের ছেলে।
সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
তিনি বলেন, ‘বাঘাডঙ্গা এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের ওপর অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক রঞ্জিত কুমারকে আটক করা হয়। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।