স্পোর্টস ডেস্ক : ভারত জাতীয় দলে ২০১২ সালে অভিষেক হয়েছিল ভুবনেশ্বর কুমারের। এরপর সময়ের বির্বতনে দলের অন্যতম সেরা পেসারে পরিণত হন তিনি। কিন্তু সাম্প্রতিককালে ভুবি যেন ভারত দলে অপাংক্তেয়। এবারের আইপিএলের পর দেশের হয়ে আর কোনো ম্যাচই খেলেননি তিনি।
জাতীয় দলে সবশেষ গত বছরের নভেম্বরে খেলেন ভুবনেশ্বর। এরপর আইপিএলের মঞ্চে দেখা যায় তাকে। কিন্তু আইপিএলের পর আর কোনো ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে তার উপস্থিতি নেই। খেলছেন না ঘরোয়া লিগেও, সুযোগ মিলছে না জাতীয় দলেও। হয়তো সে ক্ষোভ থেকেই ‘ভারতীয় ক্রিকেটার’ পরিচয় মুছে দিয়েছেন ভুবি।
আইপিএলের পর টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। যার কোনোটিতেই ভুবনেশ্বর। সামনে টি-টোয়েন্টি সিরিজও আছে তার দলের। সেখানেও তার নাম থাকবে বলে মনে করেন না ক্রিকেট সমর্থকরা। গত আইপিএলে ১৪ ম্যাচে তিনি নিয়েছিলেন ১৬ উইকেট।
২০১২ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর ভারতের হয়ে এখন পর্যন্ত ২২৯টি ম্যাচ খেলেছেন ভুবনেশ্বর। ২১ টেস্টে ৬৩, ১২১ ওয়ানডেতে ১৪১ ও ৮৭ টি-টোয়েন্টিতে তিনি নিয়েছেন ৯০ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।