বাংলাদেশের জার্সি পরে ভনকে খোঁচালেন ভারতীয় ক্রিকেটার

মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। শুধু সিরিজ হারই নয়, ধবলধোলাইয়ের স্বাদ পেয়েছে ইংলিশরা। জস বাটলারদের এই হারের ক্ষত মুছতে যেনো বেশ সময়ই লাগবে। সেই সুযোগে ইংলিশদের নিয়ে কথা বলার সুযোগও হাতছাড়া করছেন না অনেক ক্রিকেট সমালোচকরা।

মাইকেল ভন

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সমালোচক হিসেবে পরিচিত সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। সোশ্যাল সাইটে নিয়মিতই তিনি নানা রকম খোঁচাখুঁচি করে থাকেন। এবার সেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে ধোলাই করে ছেড়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার এই অভাবনীয় ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় মাইকেল ভনকে খোঁচা মারলেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর।

বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে নানাভাবে যুক্ত ভারতীয় ঘরোয়া ক্রিকেটের ‘রাজা’ খ্যাত ওয়াসিম জাফরের সঙ্গে মাইকেল ভনের খিটিমিটি লেগেই থাকে। কথার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেন না। এবার বাংলাদেশের মাটিতে ইংল্যান্ড ধোলাই হতেই জাফর তার সোশ্যাল অ্যাকাউন্টে বাংলাদেশের অনুশীলন জার্সি গায়ে একটা ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যালো মাইকেল ভন, অনেক দিন দেখা হয় না।’

বেচারা ভন এই মুহূর্তে একটু বেকায়দায় আছেন। তার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ উঠেছে। ইয়র্কশায়ারের ক্রিকেটার রফিক এই অভিযোগ করার পরেই ভনকে অ্যাশেজের ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া হয়। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের বিরুদ্ধে মামলা চলছে। এর ফলে কাজ হারিয়েছেন ভন। যে কারণে তার বেঁচে থাকা কঠিন হয়ে গেছে বলে দাবি করেন ভনের আইনজীবী। জাফর কিভাবে এই সুযোগ ছাড়েন?

এশিয়ার সেরা ফিল্ডিং দল হওয়ার পথে বাংলাদেশ