স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ফরম্যাটে ১৫ মাসেরও বেশি সময় আন্তর্জাতিক ম্যাচ খেলেননি হাসান আলী। তবুও পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ২৯ বর্ষী ডানহাতি পেসার। ভারতে হতে চলা বিশ্বআসর তার পারিবারিক জীবনে ভিন্ন এক উপলক্ষ এনে দিচ্ছে। প্রথমবারের মতো পাকিস্তানি ক্রিকেটারের কন্যা সন্তানের মুখ দেখবেন তার ভারতীয় নানা লিয়াকত খান।
হাসানের শ্বশুর লিয়াকত ভারতের হরিয়ানার নুহ জেলার বাসিন্দা। যার মেয়ের সঙ্গে ২০১৯ সালে পাকিস্তানের তারকা ক্রিকেটারের বিয়ে হয়। বিয়ের দুবছর পর হাসান-সামিয়ার ঘরে কন্যা সন্তান আসে। তবে সামিয়া মা হওয়ার পর ভারতে যেতে না পারায় লিয়াকত নাতনীকে এখনও আদরের সুযোগ পাননি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের বিশ্বমঞ্চে লড়াই লিয়াকতকে মেয়ে, জামাই ও দুবছর বয়সী নাতনীর সঙ্গে দেখা করার সুযোগ করে দিচ্ছে। ভারতীয় গণমাধ্যমে সেই অনুভূতি নিয়ে খোলামনে বলেছেন লিয়াকত।
‘আমার স্ত্রী ২০২১ সালে পাকিস্তানে গিয়েছিলেন। যখন আমার মেয়ে তার প্রথম সন্তান জন্মের অপেক্ষা করছিল। আহমেদাবাদে আশা করি আমরা আবার দেখা করব। আমি নাতনীকে কোলে নেয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
ভারত-পাকিস্তানের মধ্যে তিক্ত রাজনৈতিক ইতিহাস থাকা সত্ত্বেও হাসানের সঙ্গে মেয়ের বিয়ে দেয়ার বিষয়ে কখনোই চিন্তিত ছিলেন না লিয়াকত। বলেছেন, ‘আমার মেয়ে এমিরেটস এয়ারলাইন্সে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতো। দুবাইতে হাসানের সাথে এক বন্ধুর মাধ্যমে দেখা হয়। আমার মেয়ে আমাকে তার সম্পর্কে বলেছিল। আমি কখনোই তার সিদ্ধান্ত নিয়ে দ্বিমত করিনি।’
‘যদি সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেই, তাহলে শিক্ষিত হয়ে লাভ কী? আমার মেয়ে শিক্ষিত ও স্বাধীন। মানুষজনের পিছন দিক থেকে বলা কথা নিয়ে চিন্তা করার মানে কী? আমি তাকে বলেছিলাম, তুমি কাকে বিয়ে করছ, তাতে আমার কিছু যায় আসে না। পাকিস্তানে আমাদের পরিবারের একটা অংশ রয়েছে, যারা দেশভাগের সময় সেখানে গিয়েছিল। হাসান একজন দয়ালু ও সুন্দর হৃদয়ের মানুষ।’
লিয়াকত ব্যক্তি জীবনে বিরাট কোহলির ভক্ত। তিনি হাসানকে অনুরোধ করবেন যাতে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ চলাকালীন সময়ে তার সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের একটি সাক্ষাতের ব্যবস্থা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।