জুমবাংলা ডেস্ক : খাগড়াছড়ির রামগড় সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে নামিদামি বিভিন্ন ব্যান্ডের কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শনিবার রামগড়ের খেদাছড়া নামক স্থান থেকে ৩২০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
রামগড় ৪৩ বিজিবির অধীনে কাশিবাড়ী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে এবং অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুমের নির্দেশনায় এ নির্দেশনা চালানো হয়।
অভিযানের সময় চোরাকারবারিরা মালামালগুলো জঙ্গলে ফেলে পালিয়ে যায়। রামগড় সীমান্তে এর আগে এত বড় মোবাইল ফোনের চালান আর জব্দ করা হয়নি বলে জানা গেছে।
বিজিবি জানায়, জব্দকৃত মোবাইল সেটগুলোর বাজারমূল্য ১ কোটি টাকা। জব্দকৃত সেটগুলো ৫ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা মূল্যের রয়েছে। জব্দকৃত সব ভারতীয় মোবাইল ফোন সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।