অহংকার ধ্বংস করছে ভারতীয় ক্রিকেটারদের: কপিল দেব

কপিল দেব

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি দ্য উইক ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে ক্রিকেট নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন কপিল দেব। সেখানে দেশটির ক্রিকেটারদের নিয়েও কথা বলেছেন তিনি। যেখানে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

কপিল দেব

কপিল দেব বলেছেন, ‘বর্তমানে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস রয়েছে। তবে সেইসঙ্গে তাদের মধ্যে অহংকারও রয়েছে। তারা প্রচুর অর্থ উপার্জন করছে। তাতে তাদের মধ্যে এক ধরণের অহংকার তৈরি হয়েছে। এটিই তাদের ধ্বংস করছে। তারা এখন নিজেরাই সব, সেটি বিশ্বাস করে।’

ভারতের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আপনি যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে পারেন। কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনাকে আরও সমৃদ্ধ করতে পারে। এই বিষয়টি ক্রিকেটারদের মধ্যে নেই। তারা নিজেরাই সবকিছু করতে চায়। তারা যথেষ্ট ভালো, এটি ভাবে। তবে এর সঙ্গে আরও কিছু বিষয় দরকার আছে। অভিজ্ঞ যারা রয়েছেন তাদের পাশে রাখা উচিত।’

কোনটা উপকারী এবং ক্ষতির, বাদাম না চিনাবাদাম

কপিল দেবের আগে সুনীল গাভাস্কারও প্রায় একই বিষয়ে কথা বলেছিলেন ভিন্ন এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে। যেখানে গাভাস্কার বলেছেন, ‘আগে অনেকেই আমার কাছে পরামর্শের জন্য আসত, কিন্তু এখন কেউ আসে না। বিভিন্ন সময়ে রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণসহ আরও অনেকে সমস্যা নিয়ে আসত, আলোচনা করতো। তবে বর্তমানে একজনও আসে না।’