আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও পাঁচ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মঙ্গলবার মধ্য জাভা প্রদেশের পেকালঙ্গান শহরের পুলিশ জানিয়েছে, ১৬ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে স্থানীয় হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার ওই এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা এখনো নিখোঁজ পাঁচজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পেকালঙ্গান শহরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়ের ফ্ল্যাট-জমি-গাড়ি জব্দের আদেশ
দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। স্বেচ্ছাসেবীরা প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানো পৌঁছাতে পারছেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।