বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে ইতিমধ্যে Infinix NOTE 40, 40 Pro এবং 40 Pro+ 5G স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। এবার এই সিরিজেরই NOTE 40S ফোনটি এসে গেছে। আপাতত এই ফোনটি মায়ানমারে লঞ্চ করা হয়েছে এবং আগামী দিনে এটি ভারতেও আসতে পারে। 32MP Selfie এবং 108MP Rear Camera এর পাশাপাশি 16GB RAM (8GB+8GB) সহ এই ফোনটির সমস্ত ডিটেইলস নিচে জানানো হল।
Infinix NOTE 40S ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Infinix NOTE 40s ফোনে 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 3D Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 1300nits ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G99 Ultimate অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: এই ফোনে 8GB RAM রয়েছে। এর সঙ্গে এতে 8GB Extended RAM টেকনোলজি দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে 256GB স্টোরেজ যোগ করা হয়েছে।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে কোয়াড ফ্ল্যাশ লাইট ও PDAF ফিচার সহ এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল মাক্রো লেন্স দেওয়া হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি, ভিডিও কল ও রীল তৈরির জন্য Infinix NOTE 40S ফোনে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP Selfie Camera যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
কোম্পানির ওয়েবসাইটে Infinix NOTE 40S ফোনটি পেশ করে দেওয়া হয়েছে, তবে দাম জানানো হয়নি। ফোনটির দাম ঘোষণা করা হলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।