লাইফস্টাইল ডেস্ক : ত্বকের ভেতর থেকে তেল ও ময়লা বের করতে কাজে লাগাতে পারেন হাতের কাছে থাকা কিছু উপাদান। এগুলো প্রাকৃতিক ফেসওয়াশ হিসেবে ত্বক রাখবে পরিষ্কার ও কোমল। জেনে নিন কোন কোন উপাদানের সাহায্যে সহজেই ত্বক পরিষ্কার করা যাবে।
১.ফেস ক্লিনজার হিসেবে অতুলনীয় একটি উপাদান হচ্ছে মধু। ভেজা ত্বকে মধু লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে। ত্বক হবে নরম, কোমল ও প্রাণবন্ত।
২.পরিষ্কারক ও স্ক্রাব হিসেবে ওটস ব্যবহার করতে পারেন ত্বকে। ওটস কিছুটা গুঁড়া করে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট কয়েক মিনিট ত্বকে ঘষুন।
৩.সংবেদনশীল ত্বক পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন তরল দুধ। ত্বক হবে পরিষ্কার ও নরম।
৪.শসা পেস্ট বানিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ত্বক পরিষ্কার হবে ভেতর থেকে।
৫.অলিভ অয়েল ও আমন্ড অয়েলের সাহায্যে ত্বক পরিষ্কার করতে পারেন। হাতের তালুতে কিছুটা তেল নিয়ে ঘষুন ত্বকে। এরপর পানি ও মাইল্ড ক্লিনজার দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।
৬.ল্যাকটিক অ্যাসিড, ফ্যাট ও প্রোটিন সমৃদ্ধ টক দই ত্বক পরিষ্কার করতে পারে প্রাকৃতিকভাবে। টক দই সরাসরি ত্বকে ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে।
৭.১ ভাগ আপেল সাইডার ভিনেগার দুই ভাগ পানির সঙ্গে মিশিয়ে তুলা ভিজিয়ে ত্বক পরিষ্কার করে নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।