স্পোর্টস ডেস্ক : ইনস্টাগ্রাম ধনীর তালিকায় বিশ্বজয়ী লিওনেল মেসির উপরে এখন পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী, মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কাইলি জেনারকেও ছাড়িয়ে গেছেন ৩৮ বর্ষী সিআর সেভেন।
সৌদি ক্লাব আল নাসেরে খেলা রোনালদো এখন থেকে স্পন্সর প্রতি পোস্টের জন্য ১.৮৭ মিলিয়ন পাউন্ড নেবেন।
পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টে স্পোর্টস ওয়েবসাইট লাইভস্কোর, ওয়েলনেস ব্র্যান্ড থেরাবডি এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিনান্সের প্রচার করেন, যা তাকে ৫৯৭ মিলিয়ন অনুসরণকারীতে নিয়ে গেছে। ২০১৯ সালে ইনস্টাগ্রাম ধনীর তালিকায় তৃতীয় স্থানে থাকা রোনালদো নতুন তালিকায় শীর্ষে উঠেছেন।
কাইলি জেনার ৩৯৭ মিলিয়ন অনুসারী নিয়ে রোনালদোর ঠিক পেছনে আছেন। যার প্রতি পোস্টের জন্য তাকে ১.৪৭ মিলিয়ন পাউন্ড দিতে হয়। এ মিডিয়া ব্যক্তিত্ব বিভিন্ন ধরনের প্রসাধনী, ফ্যাশন পণ্য এবং নিজের জা পল গাল্টিয়ারের প্রচার করেন।
মেজর লিগ সকার ইন্টার মিয়ামির হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা মেসি তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তার স্পন্সর প্রতি পোস্টের জন্য ১.৩৮ মিলিয়ন পাউন্ড পান।
তালিকাটি প্রস্তুত করেছে ব্রিটিশ কোম্পানি হপার এইচকিউ। যারা ভোক্তা এবং ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ করিয়ে দেয়। বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে এ তালিকা প্রস্তুত করেছে প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।