বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রোফাইল গ্রিড পরিবর্তনের নতুন ফিচার নিয়ে কাজ করছে Instagram। খবর টেক টাইমস।
এক্সডিএ ডেভেলপারস প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, আলেজান্দ্রো পালুজ্জি নামের একজন মোবাইল ডেভেলপার টুইটারে Instagram এর নতুন ফিচারের স্ক্রিনশট প্রকাশ করেছেন। প্রকাশিত স্ক্রিনশটে এডিট প্রোফাইল পেজ ইনফরমেশন সেকশনে এডিট গ্রিড সেটিংসটি দেখা গেছে। এতে ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারীরা গ্রিড এডিটিংয়ে প্রবেশ করবেন।
গ্রিড এডিটিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীরা পোস্ট রি-অ্যারেঞ্জ করতে চাইলে ড্রপ অ্যান্ড ড্র্যাগ অপশন ব্যবহার করতে পারবেন, পাশাপাশি পচ্ছন্দানুযায়ী ব্যবহারকারীরা গ্রিডের বিন্যাসও পরিবর্তন করতে পারবেন।
পরিবর্তনের পর ডান অপশন ক্লিক করার মাধ্যমে সেটি নিশ্চিত করতে হবে। সাইটের ডান দিকের উপরে ব্যবহারকারীরা ডান অপশনটি দেখতে পারবেন। এর মাধ্যমে নতুন গ্রিড লে-আউটটি সেভ হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।