আন্তর্জাতিক ডেস্ক : চলন্ত মোটরসাইকেলে বিপজ্জনকভাবে বসে অন্তরঙ্গ মুহূর্তের অঙ্গভঙ্গি করার অভিযোগে তরুণ-তরুণীকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ভারতের বিশাখাপত্তনমে এ ঘটনা ঘটেছে। ব্যস্ত রাস্তায় ঐ কাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর যুগলকে গ্রেফতার করে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছেন এক তরুণ আর বাইকের ট্যাংকের ওপর মুখোমুখি বসে তাকে জড়িয়ে ধরে রেখেছেন এক তরুণী। এ দৃশ্য ভিডিও করেন পেছনে থাকা গাড়ির এক আরোহী। সেটি শেয়ার হওয়ার পরপরই দ্রুত ভাইরাল হয়ে। এরপর নজরে পড়ে বিশাখাপত্তনম পুলিশেরও।
বার্তা সংস্থা এএনআই’র বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, ভিডিওটি বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্ট সড়কে ধারণা করা হয়েছিল। মেয়েটির নাম কে শাইলাজা, বয়স ১৯ বছর এবং ছেলেটির নাম অজয় কুমার, বয়স ২২ বছর।
ভিডিওটি নজরে পড়ার পরই তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে বিশাখাপত্তনম পুলিশ। এরপর তাদের অভিভাবককে ডাকা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলাও করা হয়েছে।
নগর পুলিশ কমিশনার সিএইচ শ্রীকান্ত বলেন, সব নাগরিক ও তাদের পরিবারের জন্য ট্রাফিক নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ট্রাফিক নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে অভিযুক্তদের যানবাহন জব্দও করা হতে পারে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel