বিনোদন ডেস্ক : পূজা চেরি শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করলেও ‘নূরজাহান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। পরে ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি লাভ করেন তিনি।
মাহমুদুর রহমান হিমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘পরী’ দিয়ে আবার আলোচনায় পূজা। তার বিপরীতে আছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।
হিউম্যান ট্রাফিকিংয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পরী’। গল্পে ড্রামা, রোমান্স ও থ্রিল সবকিছুই থাকবে বলে জানিয়েছেন অভিনেতা জোভান।
পরীর অভিনয় করতে গিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন পূজা। শুটিংয়ের একাধিক স্থিরচিত্রে পূজা ও জোভানকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।
বিষয়টি নিয়ে পূজা বলেন, ‘সমালোচনা যখন হচ্ছিল- ভেবেছি কাজটা আগে মুক্তি পাক। এখন কিছু বলব না। আমার মনে হয়েছে, সমালোচনা ও আলোচনা যা হয়েছে, তা কাজের মাধ্যমে ধুয়ে-মুছে যাবে।
এই অভিনেত্রী আরও বলেন, সবাই বুঝেছেন ওটা শুটিংয়েরই দৃশ্য। কাজের সময় সহশিল্পীর সঙ্গে চমৎকার রসায়ন থাকতে হয় এবং সেটা শুধু কাজের জন্যই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।