বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টেক ব্লগারদের খবর সত্যি হলে চলতি বছরের শেষের দিকেই লঞ্চ হতে চলেছে iPhone 14 সিরিজ। এবারও আসন্ন আইফোন সিরিজে চারটি নতুন মডেল নিয়ে আসতে পারে কোম্পানি। শোনা যাচ্ছে এবার কোনও ‘মিনি’মডেল থাকবে না iPhone 14 সিরিজে। যার পরিবর্তে, অ্যাপল এবার iPhone 14 Max লঞ্চ করতে পারে।
বন্ধ হবে এই ফোন ?
রিপোর্ট বলছে, এই বছর আইফোন মিনি সংস্করণটি বন্ধ করা হতে পারে। মূলত, এই সংস্করণের ফলে আইফোন এসই সিরিজের বিক্রয়ে প্রভাব পড়ছে। তাই এটি বন্ধ করার কথা ভাবছে অ্যাপল। কোম্পানি বর্তমানে iPhone SE (2022) অফার করে, যা চলতি বছরের শুরুতেই লঞ্চ করা হয়েছিল। iPhone SE (2022) 64GB মডেলের জন্য 43,900 টাকা দাম দিতে হয়। 256GB স্টোরেজ মডেলের জন্য 58,900 টাকা পর্যন্ত দাম পড়ে ফোনের৷
iPhone 14 Series: নতুন ফোনে কটা মডেল ?
টেক সাইটগুলির খবর সত্যি হলে, নতুন আইফোন সিরিজে iPhone 14, iPhone 14 Pro, iPhone 14 Max ও iPhone 14 Pro Max মডেল পাওয়া যাবে। অ্যাপল এখনও নতুন সিরিজের বিষয়ে নিশ্চিত না করলেও আইফোন 14 ম্যাক্সে একটি নতুন ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন সহ দামের বিবরণ অনলাইনে ফাঁস হয়েছে।
iPhone 14 Pro Max স্পেসিফিকেশন
iPhone 14 Max-এ 6.1-ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। যার আইফোন 12 এর মতো চওড়া হবে। এর প্রো মডেলের আলাদা ডিজাইন ও একটি বড় নচ থাকতে পারে ।
iPhone 14-এর চারটি মডেলই A16 বায়োনিক চিপসেটে চলবে। আশা করা হচ্ছে, যা iPhone 13 সিরিজকে শক্তি দেয় এমন A15 বায়োনিক চিপ থেকে কিছুটা বেশি অপ্টিমাইজ করা হবে আইফোনের নতুন চিপসেট। iPhone 13 এর মতো, iPhone 14 মডেলটি সর্বনিম্ন 128 GB ইন্টারনাল মেমরি দিতে পারে। iPhone 14 এর পিছনের প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা পাওয়া যাবে। সামনের দিকে iPhone 13-এর মতো খাঁজে একটি সিঙ্গল ক্যামেরা পাওয়া যাবে।
আইফোন 14 সিরিজের সাথে অ্যাপল পুরোনো ফোনগুলির তুলনায় আরও ভাল ব্যাটারি অফার করবে বলে আশা করা হচ্ছে।
iPhone 14 Max price: কত দাম ফোনের ?
iPhone 14 Max-এর ফাঁস তথ্য জানাচ্ছে, iPhone 14 Max এর 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে $899 (প্রায় 69,600 টাকা)। তবে দ্বিতীয় ভ্যারিয়েন্টের দাম সম্পর্কে এই মুহূর্তে কোনও তথ্য নেই। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে iPhone 13 Pro এর দাম $999 (77,300) টাকা। তাই দ্বিতীয় ভ্যারিয়েন্ট এই দামে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে।
সূত্র: এবিপি আনন্দ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।