এপ্রিলেই লঞ্চ হতে পারে iPhone SE 4 এবং iPad: জানুন ফিচার ও সম্ভাব্য দাম

iPhone SE 4

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Apple ভক্তদের জন্য সুসংবাদ! আগামী এপ্রিল মাসে iPhone SE 4 এবং নতুন iPads লঞ্চ হতে পারে বলে খবর। ব্লুমবার্গের বিশিষ্ট সাংবাদিক মার্ক গুরম্যান তাঁর এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে এই ডিভাইসগুলো সময়মতো উন্মোচিত হবে।

iPhone SE 4

iPhone SE 4 এর সম্ভাব্য স্পেসিফিকেশন:

  1. ডিজাইন ও ডিসপ্লে:
    • 6.1 ইঞ্চির OLED ডিসপ্লে
    • iPhone 14 মডেলের মতো ডায়নামিক আইল্যান্ড ডিজাইন
  2. ক্যামেরা:
    • 48MP রিয়ার ক্যামেরা
    • 24MP ফ্রন্ট ক্যামেরা
  3. কানেক্টিভিটি:
    • 5G সাপোর্ট
    • USB টাইপ-C পোর্ট
  4. সফটওয়্যার ও পারফরম্যান্স:
    • iOS 18.4 অপারেটিং সিস্টেম
    • AI ইন্টেলিজেন্সের সম্ভাবনা

মূল্য ও প্রাপ্যতা:

ভারতের বাজারে iPhone SE 4 এর দাম হতে পারে ৫০,০০০ টাকার কম। এর আগের মডেলের তুলনায় এটি বড় আপগ্রেড হিসেবে ধরা হচ্ছে।

লঞ্চ সময় ও পটভূমি:

Apple সাধারণত মার্চ বা এপ্রিল মাসে তাদের স্প্রিং ইভেন্টে নতুন ডিভাইস উন্মোচন করে। গত মডেলগুলোর লঞ্চের সময় পর্যালোচনা করলে দেখা যায়, ফোনটি এপ্রিলেই বাজারে আসার সম্ভাবনা প্রবল।