ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠানে মঙ্গলবার এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে। চরম অপেশাদার কার্যক্রম দেখা গেল প্রীতি জিন্তার পাঞ্জাব দলের প্রতিনিধির কাছ থেকে। নিলামে ভুল করে এক খেলোয়াড় ভেবে অপর খেলোয়াড় বিড করে পাঞ্জাব। যখন বিড চূড়ান্ত হয়ে যায় তখন তারা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে।
এ বিষয়টির জন্য অনেক সমালোচনার মুখে পড়ছে পাঞ্জাব কিংস। দুবাইতে সময় স্বল্পতার কারণে পরপর অনেক খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়। তখন শশাঙ্ক সিং নামে একজনের পরিবর্তে অন্যজনকে গুলিয়ে ফেলে পাঞ্জাব কিংস।
নিলামের যে শশাঙ্কের নাম উঠে তিনি ছত্রিশ গড়ের খেলোয়াড়। তার সঙ্গে ২০ বছরের শশাঙ্ক সিংকে গুলিয়ে ফেলে পাঞ্জাব। পাঞ্জাব দলের প্রতিনিধিরাও বিষয়টি বুঝতে পারেননি। তারা আসলে ৩২ বছর বয়সী খেলোয়াড় শশাঙ্কের জন্য বিড করে ফেলেছিলেন।
ওই খেলোয়াড়ের ভিত্তি মূল্য ছিল ২০ লাখ রুপি। এ বিড সহজেই জিতে যায় পাঞ্জাব। কারণ আর অন্য কোন দল তাকে নিতে চায়নি। বিড চূড়ান্ত হয়ে যাওয়ার পর প্রীতি জিনতা বোঝান যে, তারা ভুলে এই খেলোয়াড়ের জন্য বিড করে ফেলেছেন। তাদের বিড যেন ফিরিয়ে নেওয়া হয়।
তাদের এই চেষ্টায় কোন লাভ হয়নি। কারণ খেলোয়াড় ফিরিয়ে নেওয়ার নিয়ম নেই। ফলে ২০ লাখ রুপি দিয়ে ৩২ বছর বয়সী এই খেলোয়াড়কে দলে নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে পাঞ্জাবকে। এই ঘটনায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছে পাঞ্জাব।
এত বড় ভুল তাদের দিয়ে হবে তা অনেকেই মেনে নিতে পারছেন না। আবার বিড চূড়ান্ত হয়ে যাওয়ার পর তা ফিরিয়ে দেওয়ার ঘটনায় অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব। খেলোয়াড়ের নাম যখন নিলামে ওঠে তখন তাদের ছবি এবং পরিসংখ্যান বড় পর্দায় দেখানো হয়ে থাকে।
পাঞ্জাব যে কাজটি করেছে তা চরম অপেশাদারীত্বের প্রমাণ। ৩২ বছর বয়সী শশাঙ্ক এখন অস্বস্তির মধ্যে পড়তেই পারেন। তিনি যখন দলের সঙ্গে যোগ দেবেন তখন তার মানসিক অবস্থা কেমন হতে পারে সেটিও উদ্বেগের বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।