স্পোর্টস ডেস্ক: আইপিএলের ম্যাচে মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হারলেও টি-২০ ফরম্যাটে ব্যক্তিগত এক রেকর্ড গড়েছেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। যার মাধ্যমে সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন তিনি।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-২০তে দ্রুততম ৬০০০ রানের মালিক হয়েছেন রাহুল। ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটিতে ৩০ রান করেন তিনি। সেই সঙ্গে টি-২০তে ১৬৬ ইনিংসে ৬০০০ রানের মাইলফলক পেরিয়ে যান তিনি।
৬০০০ রান করতে কোহলির লেগেছিল ১৮২ ইনিংস। গোটা বিশ্বে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে টি-২০তে ৬০০০ রান করেছেন রাহুল। এই তালিকায় শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। দ্বিতীয় স্থানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-২০তে ২০০-এর কম ইনিংসে ৬০০০ রান করেছেন রাহুল ও কোহলি। তারা ছাড়া ৬০০ রান করা বাকী ক্রিকেটারদের ২০০-এর বেশি ইনিংস লেগেছে। এই ক্রিকেটাররা হলেন শিখর ধাওয়ান (২১৪), সুরেশ রায়না (২১৭) ও রোহিত শর্মা (২২৮)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।