স্পোর্টস ডেস্ক : আইপিএল অভিষেক হলো লিটন দাসের। আজ বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথমবার আইপিএল খেলতে নেমেছেন বাংলাদেশের এই তারকা ওপেনার। দিল্লির বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে কলকাতা। ইংল্যান্ডের জেসন রয়ের সঙ্গে দলের ইনিংস উদ্বোধন করতে নেমেছেন লিটন।
কলকাতার জার্সি গায়ে শুরুটা দুর্দান্তই হয়েছে লিটনের। দিল্লি পেসার ইশান্ত শর্মার করা প্রথম ওভারে নিজে প্রথম বল মোকাবিলা করেই চার মারেন লিটন।
লিটনের আইপিএল অভিষেকের দিন দিল্লি একাদশ থেকে বাদ পড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। দলের হয়ে টানা দুই ম্যাচে সুযোগ পেয়ে ভালো করতে না পারায় একাদশে রাখা হয়নি তাকে।
এ নিয়ে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আইপিএলে অভিষেক হলো লিটনের। ২০০৮ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেন স্পিনার আব্দুর রাজ্জার। এরপর খেলেন পেসার মাশরাফি বিন মর্তুজা এবং ব্যাটার মোহাম্মদ আশরাফুল। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান পরে নাম লেখান তাদের সঙ্গে। এর মধ্যে তামিম ইকবাল আইপিএল খেলতে গেলেও কোনো ম্যাচে মাঠে নামা হয়নি তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।