স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরের নতুন দল লখনউ সুপারজায়ান্ট মার্ক উডের বদলি হিসেবে তাসকিন আহমেদকে দলে পেতে আগ্রহ জানিয়েছে। তবে জাতীয় দলের খেলা থাকায় দারুণ ছন্দে থাকা তাসকিনের আইপিএল খেলার সম্ভাবনা কম।
আইপিএলে লখনউর মেন্টর গৌতম গম্ভীর তাসকিনকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে যোগাযোগ করেছেন।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, লখনউর আগ্রহের ব্যাপারে তারা অবগত। তবে জাতীয় দলের খেলা থাকায় তাসকিনকে আইপিএল খেলতে ছাড়পত্র দিতে কোন সিদ্ধান্ত নেননি তারা, ‘তাসকিনের ব্যাপারে যেটা বলব এখন তো দক্ষিণ আফ্রিকা সিরিজ চলছে। আমাদের খেলা আছে। কাজেই এনওসি (ছাড়পত্র) দেয়ার কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ আছে আমাদের।’
তাসকিন নিজেও জানান, তাকে পেতে আগ্রহী লখনউ। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, জাতীয় দলের খেলা থাকায় এই পেসারকে ছাড়পত্র দিবে না বিসিবি।
আগামী ২৬ মার্চ থেকে মুম্বাই ও পুনেতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৫তম আসর। খেলা চলবে ২৯ মে পর্যন্ত। এই পুরো মৌসুমেই তাসকিনকে দলে চায় লখনউ।
বাংলাদেশ দলের সঙ্গে সিরিজ খেলতে তাসকিন এখন আছেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে ওয়ানডে ও টেস্ট দুই স্কোয়াডেরই পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিন। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হবে ১২ এপ্রিল। সেক্ষেত্রে তাসকিনের এই সময়ে আইপিএল যোগ দেওয়ার বাস্তবতা নেই।
মে মাসের শুরুতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সেখানেও তাসকিন থাকবেন প্রথম পছন্দের খেলোয়াড় হিসেবে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর এবং শ্রীলঙ্কা সিরিজের আগের সময়টায় কেবল কয়েক ম্যাচের জন্য লখনউ তাকে নিবে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত হয়ে জানা যায়নি।
বিদেশি কোটায় লখনউ এবার নিলাম থেকে ইংলিশ পেসার মার্ক উডকে দলে নিয়েছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি কনুইয়ের চোটে পড়ে ছিটকে গেছেন আইপিএল থেকে। তার বিকল্প হিসেবে তাসকিনকে ভেবেছিল লখনউ।
এবারের আইপিএলে নিলাম থেকে দল পান বাংলাদেশ একমাত্র মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপিতে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ টেস্ট স্কোয়াডের সদস্য না হওয়ায় ২৩ মার্চ দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ ওয়ানডে সিরিজ শেষ করেই মুম্বাই উড়াল দেবেন মোস্তাফিজ। খেলবেন আইপিএলের পুরো আসর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।