স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে একমাত্র করোনায় জর্জরিত দল মুস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস। দলের একাধিক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় লিগ পরিচালনা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে লিগ কর্তৃপক্ষের। এমন অবস্থায় সমস্যা সমাধানের লক্ষ্যে তাদের নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।
গত বছর এই কোভিড-১৯ ভাইরাসের কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ঘরের মাঠে সফলভাবে আইপিএল আয়োজন করতে পারেনি। চলতি বছর সংক্রমণের মাত্রা কিছুটা কমলেও, বোর্ড সতর্কভাবে ও কঠোর বায়োবাবলের মধ্যে রেখে ম্যাচ আয়োজন করছে। কিন্তু এর মধ্যে আসর শুরুর পর দিল্লির দলে একের পর করোনা আক্রান্তের হওয়ার খবর আসতে থাকে।
মিচেল মার্শ, ফিজিও প্যাটট্রিক ফারহার্ট, স্পোটর্স মেসেজ থেরাপিস্ট চেতান কুমার, টিমের চিকিৎসক অভিজিত সালভি ও সোশাল মিডিয়া টিমের সদস্য আকাশ মানে আক্রান্ত হন কোভিড-১৯ দ্বারা। ফলে দিল্লিকে নতুন করে আলোচনায় বসতে হয় বিসিসিআইকে। এর পর পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে নামার আগে তাদের সফর যাতে লম্বা করতে না হয় সে জন্য বদলে যায় দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ভেন্যু। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিবর্তে ম্যাচ নিয়ে আসা হয় মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। মঙ্গলবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানায় আইপিএল কর্তৃপক্ষ।
কিন্তু পরদিন বুধবার (২০ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামার আগে নতুন করে দিল্লির বিদেশি ক্রিকেটার টিম সেইফার্ট করোনা আক্রান্ত হলে ম্যাচ সময় মতো মাঠে গড়ানো নিয়ে দেখা দেয় শঙ্কা। শেষ পর্যন্ত ম্যাচ মাঠে গড়ায় এবং ৯ উইকেটের বড় জয় তুলে নেয় মুস্তাফিজরা।
তবে একের পর করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় দিল্লিকে নিয়ে দুশ্চিন্তা কমছে না বিসিসিআইয়ের। তাই তাদের নিয়ে আরও একবার নতুন সিদ্ধান্ত নিতে হলো আয়োজকদের। এবার শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের ভেন্যুও পরিবর্তন করা হলো মুস্তাফিজদের। সানজু স্যামসনদের বিপক্ষে দিল্লি মাঠে নামার কথা ছিল সেই পুণেতে। কিন্তু দিল্লি দলের একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার কারণে সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হল মুম্বাইয়ে। দিল্লি দলকে যাতে পুণে যেতে না হয়, সেই কারণেই এমন সিদ্ধান্ত। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করা হয় বিসিআইয়ের পক্ষ থেকে। সবকিছু ঠিক থাকলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দল পরস্পরের মুখোমুখি হবে।
এদিকে পাঞ্জাবকে ৯ উইকেটে উড়িয়ে দেওয়ার ম্যাচে পয়েন্ট টেবিলে দুই ধাপ লাফিয়েছে মুস্তাফিজরা। তারা পেছনে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসকে। ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে দলটি। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শুরুর আগে তাদের অবস্থান ছিল টেবিলের আটে।
অন্যদিকে তিন ম্যাচ পর ফের পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে উইকেটের দেখা পেলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। দিল্লির হয়ে এবারের আইপিএলে প্রথম ম্যাচেই তিন উইকেট পেয়েছিলেন টাইগার পেসার। তবে পরের তিন ম্যাচ ছিলেন উইকেটশূন্য। যদিও শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে বেশ খরুচে হলেও বাকিগুলো ছিলেন ইকোনমিক্যাল। চলতি আসরে পাঁচ ম্যাচে ফিজের উইকেট সংখ্যা এখন ৪টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।