স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজুর রহমানের আইপিএল দল দিল্লি ক্যাপিটালসে ফের হানা দিয়েছে করোনা। দলটির এক নেট বোলার এবার করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লির। আইপিএলের নিয়ম অনুযায়ী ফের হবে করোনা পরীক্ষা।
তবে আজকের ম্যাচটি এখনও বাতিল করা হয়নি।
করোনা আক্রান্ত সেই নেট বোলারের সঙ্গে একই রুমে থাকতেন আরও এক বোলার। তাদের দুজনকেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত দিল্লির সব সদস্যকেই নিজেদের ঘরে কোয়ারেন্টিনে থাকতে হবে।
এর আগে, দিল্লি দলের মিচেল মার্শ করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সঙ্গে টিম সেইফার্ট এবং রিকি পন্টিংয়ের পরিবারের সদস্যও করোনা আক্রান্ত হন। এর ফলে দিল্লির দু’টি ম্যাচ পুনে থেকে সরিয়ে নিয়ে আসা হয় মুম্বাইয়ের মাঠে।
আজ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামার কথা দিল্লির। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন পন্থরা। ১০ ম্যাচ খেলে তাঁদের সংগ্রহ ১০ পয়েন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।