স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) খেলার রাস্তা বন্ধ করে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাক তারকাদের আইপিএলে খেলার সুযোগ না মিললেও প্রশ্ন উঠেছে বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার পেসার শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) নিয়ে।
এই পাকিস্তানি পেসারের নাম যদি এবারের আইপিএলের মেগা নিলামে উঠত তবে তার মূল্য কত হতো?
এমন প্রশ্নের জবাবে অদ্ভূত এক দাবি করে বসলেন পাকিস্তানি সাংবাদিক ইহতিশাম-উল হক। তিনি জানালেন, নিলামে আফ্রিদির দাম উঠত ২০০ কোটি রুপি!
If, Shaheen Shah Afridi was in #IPLAuction. He would’ve gone for 200 crores.
— Ihtisham Ul Haq (@iihtishamm) February 13, 2022
নিলামের পর সম্প্রতি নিজের টুইটারে এমন কথা লেখেন ইহতিশাম, যা নিয়ে হাস্যরসে মেতেছেন ভারতীয়রা।
কারণ, আইপিএলে গোটা একটি দল গড়তে একটি ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ ৯০ কোটি রুপি খরচ করে, যেখানে এক আফ্রিদিকে কিনতেই ২০০ কোটি!
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ৯০ কোটিই স্যালারি পার্স। এর মধ্যে অন্তত ১৮ জন ক্রিকেটারকে দলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আফ্রিদিকে অবশ্যই চড়া মূল্যে নিতে চাইত যে কোনো দল। তা এখন পর্যন্ত নিলামে সর্বোচ্চ দাম ১৭ কোটিও হতে পারত। তাই কোটি ২০০ কোটি রুপির বক্তব্যটি এটি একেবারেই অযৌক্তিক।
ইতিশামের এমন অযৌক্তিক টুইটের প্রতিক্রিয়ায় মজার সব রিটুইট করছেন ভারতীয়রা।
রঞ্জন নামে এক আইডি লিখেছেন, ‘বলছেন কী ভাই! ২০০ কোটিতে তো পুরো পাকিস্তানের নিলাম হয়ে যাবে।’
পাক সাংবাদিককে প্রিন্স জি প্রশ্ন করেছেন, ২০০ কোটিতে কতগুলো শূন্য বসে, কোনো ধারণা আছে আপনার?
নিচে সে টপার নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘তাহলে ভালো হবে শাহিন আফ্রিদিকে বিশ্বব্যাংকের হাতে দিয়ে দিন এবং আপনার দেশের দেনা শোধ করে দিন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।