বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এই বছরের শেষের দিকে iQOO তাদের Neo 10 সিরিজ লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro স্মার্টফোনগুলি হোম মার্কেট চীনে পেশ করা হতে পারে। এই আসন্ন ফোনগুলি গত বছর লঞ্চ হওয়া Neo 9 সিরিজের আপগ্রেড ভার্সন হবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই এই ফোনগুলির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন সম্পর্কে।
iQOO Neo 10 সিরিজের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন (লিক)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে iQOO Neo 10 সিরিজ সম্পর্কে তথ্য শেয়ার করেছে।
লিক অনুযায়ী iQOO Neo 10 সিরিজ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 এবং MediaTek Dimensity 9400 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।
iQOO Neo 10 সিরিজের বেস মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট এবং প্রো মডেলে Dimensity 9400 চিপসেট দেওয়া হতে পারে।
iQOO Neo 10 সিরিজে মেটাল মিডিল ফ্রেম দেওয়া হতে পারে। এটি আগের মডেলের থেকে আপগ্রেড, কারণ আগে Neo 9 সিরিজে প্ল্যাস্টিক ফ্রেম দেওয়া হয়েছিল।
iQOO neo 10 সিরিজে আলট্রা-ন্যারো বেজাল এবং প্রোটেকশন সহ 1.5K ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে।
আপকামিং iQOO Neo 10 সিরিজের ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
জানিয়ে রাখি 100W থেকে বেশি ওয়াট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। কারণ আগের Neo 9 সিরিজে 120W চার্জিং ফিচার দেওয়া হয়েছিল।
টিপস্টার অনুযায়ী আপকামিং iQOO Neo 10 সিরিজের ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।
iQOO Neo 10 সিরিজের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন
এই বছরের শেষের দিকে iQOO Neo 10 সিরিজ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। গত বছর iQOO Neo 9 সিরিজের অধীনে Neo 9 এবং 9 Pro ফোনগুলি চীনে পেশ করা হয়েছিল। অন্যদিকে ভারতে বেস মডেলটিকে প্রো মডেলের নামে লঞ্চ করা হয়েছিল। তাই এইবারও একই প্যাটার্নে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
iQOO Neo 9 Pro এর স্পেসিফিকেশন (ভারত)
ডিসপ্লে: iQOO Neo 9 Pro ফোনে 6.78 ইঞ্চির 1.5কে এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, 3000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য iQOO Neo 9 Pro ফোনে 3.2Ghz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: বাজারে এই ফোনটি 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 12GB extended RAM ফিচার রয়েছে।
নতুন প্রযুক্তি ও উন্নত ফিচার নিয়ে আবার ফিরে আসছে iPhone SE 4
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO Neo 9 Pro ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS ফিচারযুক্ত 50MP IMX920 নাইট ভিশন ক্যামেরা সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: iQOO Neo 9 Pro ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5160mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।