বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আরও এক নতুন 5G স্মার্টফোন আনছে আইকিউ। চলতি মাসেই লঞ্চ হতে পারে এই হ্যান্ডসেট। মিড-রেঞ্জ বিভাগে আইকিউয়ের নতুন ফোনে থাকছে দুর্দান্ত সব ফিচার্স। ক্যামেরা থাকে প্রসেসর সব বিভাগেই বাকি স্মার্টফোনগুলিকে টেক্কা দিতে তৈরি আইকিউ। আসুন ফোনের সম্ভাব্য ফিচার্স ও দাম জেনে নেওয়া যাক।
আইকিউ নিও 9 প্রো স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে। সূত্রের খবর, 22 ফেব্রুয়ারি ভারতে আসছে এই 5G স্মার্টফোন। লঞ্চ হতে এখনও বেশ কয়েকদিন বাকি থাকলেও ফিচার্স এবং স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। মিড-রেঞ্জ স্মার্টফোন বিভাগে কী কী বৈশিষ্টি আনছে আইকিউ নিও 9 প্রো দেরি না করে চলুন জানা যাক।
স্মার্টফোনের সম্ভাব্য ফিচার্স
ফোনে মিলবে Snapdragon 8 Gen 2 প্রসেসর যা উচ্চ ব়্যাম এবং স্টোরেজ সাপোর্ট করবে গেমিং স্মার্টফোন হিসাবে দারুণ বিকল্প হতে পারে এই হ্যান্ডসেট। এই প্রসেসর গত বছর একাধিক ফ্ল্যাগশিপ বা হাই-এন্ড স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে।
আপনাদের জানিয়ে রাখি, সদ্য লঞ্চ হাউক 39,999 টাকার OnePlus 12R স্মার্টফোনেও একই প্রসেসর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আইকিউ লেদার ফিনিশের ডুয়াল টোন লুক দিতে চলেছে স্মার্টফোনে। এবার চলুন ক্যামেরা সম্পর্কে জেনে নেওয়া যাক।
আইকিউ নিও 9 প্রো হ্যান্ডসেটে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাওয়া যেতে পারে। ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। স্টোরেজের ক্ষেত্রে 8GB, 12GB ব়্যাম এবং 128GB ও 256GB ইন্টার্নাল স্টোরেজ দেখা যেতে পারে।
এই স্মার্টফোনে 5,160mAh ব্যাটারি ক্যাপাসিটি দিতে পারে আইকিউ সঙ্গে 120W ফাস্ট চার্জিং। বক্সের সঙ্গে চার্জার দেবে আইকিউ। এছাড়াও 5G কানেক্টিভিটি, USB টাইপ সি চার্জিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস লক ইত্যাদি সুবিধা থাকবে।
স্মার্টফোনের সম্ভাব্য দাম
স্মার্টফোনের দাম কত থাকবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এর আগের মডেল অর্থাৎ আইকিউ নিও 7 প্রো যখন লঞ্চ হয় তখন তার দাম রাখা হয়েছিল 34,999 টাকা। তাই অনেকেই আশা করছেন এটির দাম 40,000 টাকা প্রাইস রেঞ্জের ভিতরে থাকতে পারে।
আইকিউ এই স্মার্টফোন আগামী 22 ফেব্রুয়ারি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। প্রি-বুকিং শুরু হবে 8 ফেব্রুয়ারি থেকে। অনলাইন ও অফলাইন দু জায়গা থেকেই কিনতে পারবেন গ্রাহকেরা। অনলাইনে স্মার্টফোনের উপর একাধিক ব্যাঙ্ক ডিসকাউন্টও থাকবে।
তবে নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের কার্ডেই এই সুবিধা মিলবে। পাশাপাশি এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে যার মাধ্যমে আরও কম দামে কিনতে পারবেন এই 5G স্মার্টফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।