বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : iQOO Z9s সিরিজের স্মার্টফোন নিয়ে ভারতে উত্তেজনার পারদ তুঙ্গে। iQOO তাদের এই সিরিজের দুইটি আকর্ষণীয় মডেল— iQOO Z9s Pro এবং iQOO Z9s 5G শিগগিরই বাজারে আনতে চলেছে। জানা গেছে, আগামী ৪ আগস্ট বেঙ্গালুরু এবং কোয়েম্বাটুরে একটি বিশেষ ইভেন্টে ফোনটি উন্মোচিত হবে।
iQOO Z9s Pro এর আকর্ষণীয় ফিচারসমূহ
- ডিসপ্লে:
- 6.78 ইঞ্চি অ্যামোলেড ফুলএইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে।
- 120 হার্টজ রিফ্রেশ রেট।
- প্রসেসর ও অপারেটিং সিস্টেম:
- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন সিরিজের চিপসেট।
- অ্যান্ড্রয়েড ১৪ এবং ফ্যানটাচ ওএস ১৪।
- স্টোরেজ ও র্যাম:
- 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ।
- ক্যামেরা:
- ট্রিপল রিয়ার ক্যামেরা।
- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ম্যাক্রো সেন্সর।
- রিং ফ্ল্যাশ লাইটের সাথে উন্নত ফটোগ্রাফি সুবিধা।
- ব্যাটারি ও চার্জিং:
- ৫,৫০০এমএএইচ ব্যাটারি।
- ফাস্ট চার্জিং সাপোর্ট।
iQOO Z9s Pro এর ডিজাইন ও কালার অপশন
ফোনটি দুটি প্রিমিয়াম ফিনিশিংয়ে পাওয়া যাবে— গ্লাস ফিনিশ এবং ভেগান লেদার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।