বিনোদন ডেস্ক : ‘সেক্রেড গেমস’ তারকা এলনাজ নরৌজি ইরানে চলমান বিক্ষোভের সমর্থনে ন..গ্ন হয়েছেন। সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি ইরানে চলমান বিক্ষোভের সমর্থনে নগ্ন হয়ে প্রতিবাদ করেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এলনাজ সেই ভিডিওটি পোস্ট করে জানান দেন যে নারীরা যা খুশি তা পরতে পারে, এটা একান্তই তাদের ইচ্ছা।
ভিডিওটির শুরুতে এলনাজকে বোরকা পরা অবস্থায় দেখা যায়।
তাঁর চোখ ছাড়া পুরো মুখ ঢাকা ছিল। এরপর তিনি মাথার স্কার্ফ খুলে ফেলেন। ধীরে ধীরে সব পোশাক খুলে নিজের এই ব্যতিক্রমী প্রতিবাদ জানান তিনি।
নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে পোস্ট করা সেই ভিডিওটির ক্যাপশনে এলনাজ লিখেছেন, ‘বিশ্বের প্রতিটি নারীর নিজের ইচ্ছামতো জামাকাপড় পরার অধিকার কিংবা স্বাধীনতা থাকা উচিত। কোনো পুরুষ বা মহিলার সেই জামাকাপড় নিয়ে প্রশ্ন তোলার বা বিচার করার অধিকার নেই। নীতিবাক্য দেওয়ারও অধিকার নেই কারো। ’
তিনি আরো লিখেছেন, ‘পৃথিবীতে প্রতিটি মানুষের পোশাক নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস আছে। তাঁদের সেই দৃষ্টিভঙ্গিকে সম্মান জানানো উচিত। গণতন্ত্র মানে সবার নিজের বিষয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। প্রতিটি নারীরই নিজের শরীরের ওপর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত। আমি কোনোভাবেই নগ্নতা প্রচার করছি না। আমি নিজের পছন্দের স্বাধীনতা প্রচার করছি।’
সিরিয়ালে শাড়ি পরে থাকলেও বাহিরে বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী
এলনাজ নরৌজি ইরানের তেহরানে জন্মগ্রহণ করেছিলেন। ইরানি এই অভিনেত্রী ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-এর মাধ্যমে সবার নজরে আসেন। এ ছাড়া ‘অভয়’ এবং ‘তেহরান’-এর মতো জনপ্রিয় সিরিজেও অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে তাঁর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।